শুক্র
===
#অষ্টোত্তরই দশা দুই প্রকার। একটা নক্ষত্র বেসড আর একটা তিথি প্রবেশ। জগন্নাথ হোরাতে আছে। এটি কোয়েস্টেনেবল। তিথি প্রবেশ ঠিক ঠাক মতন নয়। PVR Narasimha Rao , যার তত্বাবধানে "জগন্নাথ হোরা" তৈরী হয়েছে তিনি এমন ধরণের মানুষ ,আমার #মমতা ব্যানার্জীর প্রেডিকশনটি ঠিক হয়েছে বলে লাফাচ্ছিলাম ,আমাকে ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। বলে পূর্বজন্ম ঠিক ঠাক মতন জানা নেই ! তাকে বলতে যাওয়া বেকারের থেকেও বেকার।
সাধারন অষ্টোত্তরই দশা খুবই ঠিক এবং ঠিক ,বিমসত্তরীর থেকেও।
অষ্টোত্তরই দশার রবি ও চন্দ্রের দশা ৬ + ১ ৫ = ২১। এটি #বিমসত্তরী দশায়,কার ইয়ার ?শুক্রের। আবার বিমসত্তরী দশায় রবি ও চন্দ্রের দশা ৬ + ১ 0 =১ ৬। বিমসত্তরী দশটা ১৬ বছর কার ?বৃহস্পতির।
এই যুগে সকলেই অৰ্থ,কাম ,সেন্সুয়াস প্লেজার এর দিকে ছোটে। এর গুরু শুক্র। অষ্টোত্তরই দশার গুরু শুক্র। বিমসত্তরী দশার গুরু বৃহস্পতি।
বিভিন্ন ,প্রায় সবকটি বইয়েই দেয়া আছে ,ক্লাস নোটস ,নেট এ ,পরাশরীয় বইতে দেয়া আছে দেখবে , বিমসত্তরী দশা !
কিন্তু আমি দায়িত্বের সঙ্গে বলছি , বিমসত্তরী দশার চেয়ে অষ্টোত্তরই দশাতে প্রেডিকশন ৯ ৯ % মেলে।
দশা
টাই আসল। তারমধ্যে অষ্টোত্তরই দশাই প্রকৃত।বিমসত্তরী নয়।এটা আমি এতদিন প্রেডিকশনের ফলে আজকে এসে বুজতে পারছি , অষ্টোত্তরই দশাই ঠিক।
টাই আসল। তারমধ্যে অষ্টোত্তরই দশাই প্রকৃত।বিমসত্তরী নয়।এটা আমি এতদিন প্রেডিকশনের ফলে আজকে এসে বুজতে পারছি , অষ্টোত্তরই দশাই ঠিক।
যারা হাত দেখা = অ্যাস্ট্রোলোজি মনে করেন ,তাদের জন্য এ লেখাটি নয়। যারা অ্যাস্ট্রোলোজিকে অ্যাস্ট্রোলোজি হিসাবেই দেখেন ,তাদের জন্য।
~ইন্দ্রনীল
No comments:
Post a Comment