Like

counter

Free Stuff

Tuesday, January 29, 2019

জীবনের সর্বক্ষেত্রেই অ্যাস্ট্রোলজি

জীবনের সর্বক্ষেত্রেই অ্যাস্ট্রোলজি

অনেকেই জিজ্ঞাসা করেন , অ্যাস্ট্রোলজিতে এটা বলা যায় ,ওটা বলা যায় ?আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে বলবো, সব বলা যায় ।

আমার দুটো পরিচয় । এক, কম্পিউটারের শিক্ষক।দুই প্রফেশনাল অ্যাস্ট্রোলজার ।এখন যদিও আর তেমন ভাবে কম্পিউটারের শিক্ষকতা করি না ।সারাদিন অ্যাস্ট্রোলজিতেই চলে যায় ।কম্পিউটারের শিক্ষক হিসাবে, অ্যাস্ট্রোলজিকে এমন একটা দৃষ্টিভঙ্গী দেখে দেখেছি যা সবাই দেখে না ।
 
আত্মঅহংকারের বন্যা চলছে।একটা কিছু ঠিক বলতে পারলেই হল ! 😃😃😃
 

অ্যাস্ট্রোলজারকে টার্গেট রাখতে হবে, সব ঠিক ঠিক প্রেডিকশন দেব ।এইরকম টার্গেট রাখলে ৮০ ভাগ বা ৭০ ভাগ ক্ষেত্রে প্রেডিকশন ঠিক হবে । আমাদের কলেজে স্যাররা বলতেন, ১০০ তে ৪০ পেলেই যেহেতু পাস্ মার্কস, সেহেতু ৪০ পার্সেন্ট ক্ষেত্রে ঠিক বললেই, অ্যাস্ট্রোলজার বলা চলে ।

আমার কিন্তু অভিমত, সব ঠিক ঠিক প্রেডিকশনের।এইরকম টার্গেট রাখলে ৮০ ভাগ বা ৭০ ভাগ প্রেডিকশন ঠিক হবে ।সবচেয়ে কঠিন প্রেডিকশন, প্রফেশনের । কত্ত রকম পেশা আজকাল, কত্ত রকম ! এরমধ্যে ঠিক ঠিক প্রফেশন বার করাটা খুব কষ্টের ।এইজন্য আমি প্রফেশনের ক্ষেত্রে, কেপির সাহায্য নিই ।

খবরের কাগজে বা টিভিতে ,ব্যবসার জন্য , অ্যাস্ট্রোলজির বিজ্ঞাপন যারা বার করে, তাদের ৯০% মানুষেরই বেসিক এডুকেশন স্বল্প বা "বাড়িতে হাঁড়ি চড়িয়ে" এসেছেন । সব পেশার ক্ষেত্রেই এখন অবশ্য "বাড়িতে হাঁড়ি চড়িয়ে" আসেন ম্যাক্সিমাম লোক ।

অনেক শ্রীরামকৃষ্ণভক্ত আছেন, যারা বলেন তারা ঠাকুরকে মানেন, কিন্তু "ওসব" অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস নেই বা একজন "এই" বলেছিলো, "সেই " বলেছিলো , কিন্তু হয়নি।তাই তারপর থেকে আর তারা মানে না ।😶

অ্যাস্ট্রোলজি এরকম কোনো বিষয় নয়, যে কোনো ব্যাক্তির প্রেডিকশন না মিললে, অ্যাস্ট্রোলজির অস্তিত্বই নেই ।একচুয়ালি জীবন মৃত্যুর, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে, অ্যাস্ট্রোলজি ।
ভগবান শ্রীরামকৃষ্ণদেব, ৬৪ টি তন্ত্র সাধন করেছিলেন ।আমি তো বলবো উনি সমস্ত অ্যাস্ট্রোলজারদের, অ্যাস্ট্রোলজার ।তিনি বলে দিতেন হাতের ওজন নিয়ে ,মানুষটা কি ধরনের ।এতো আমরা অ্যাস্ট্রোলজিতে পড়েছি । প্রস্বাব কোন ধার দিয়ে পড়লে, মনটা গৃহী না সন্ন্যাসী এরকম কত কিছুই না আমরা কথামৃততে পড়েছি । ইহশরীর যাবার আগে,পঞ্জিকা নিয়ে আসতে বলা, এরকম অনেক উদাহরণ রয়েছে ।

অ্যাস্ট্রোলজারদের , প্রতিটি ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির প্রয়োগ করলে এবং ঠিক ঠিক সফল হলে অ্যাস্ট্রোলজারের কনফিডেন্স বেড়ে যায় অনেখানি।

আমি একটি সিরিয়াল দেখি ।সাব টিভিতে ।তারক মেহেতা কি উল্টা চশমা ।২০১২ সাল থেকেই দেখি।এমনকি ওটার মধ্যেও আমি প্রেডিকশন করি ।পরশু দিন দেখালো পোপটলালের বিয়ে নিয়ে।ল্যাপটপ সামনে খোলাই থাকে।চার্ট ড্র করলাম । প্রেডিকশন করলাম বিয়ে হবে না । সত্যিই হলো না।💥

খেলার প্রেডিকশন করাটা বেশ টাফ কাজ ।খেলাতে টাকা উড়ছে। পড়াশুনার থেকে, খেলাধুলা করলেই বাড়ি গাড়ি! ছোটবেলাতে মা বাবারা ভুল বলতো ,"লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে"। আমি খেলা নিয়ে লিখেছিলাম ,এক্সপ্রেস ষ্টার টেলার এ, ২০১৩ র জুলাই মাসে। এখন আবার ড্রিম১১ App চালু হয়ে গেছে । ভারত বাহারিনের ফুটবল খেলার দিন আমার প্রেডিকশন ছিল, গোল খাবে না।শেষ অবধি আমার প্রেডিকশনটা ঠিক ! এক্সট্রা টাইম এ ভারত গোল খেয়ে গেলো।তারপর দেখলাম কোথায় ভুলটা হলো ।

আজকে(২৭/০১/১৯)মোহনবাগান আর ইস্টবেঙ্গলের খেলা ছিল ।আমি প্রেডিকশন করলাম মোহনবাগান জিতবে না । মোহনবাগান সত্যিই জিতলো না ।হেরে গেলো।খেলার প্রচুর প্রেডিকশন ওপেন ফোরামে করেছি।অনেক ঠিক হয়েছে ,অনেক হয়নি ।আপনারা দেখে নেবেন, পুরানো লেখা গুলো পড়লেই ।যেগুলো হয়নি ,সেগুলো নিয়ে রিসার্চ করেছি ।😊

রাজনীতির প্রেডিকশন বরং সোজা ।রাজনীতির পুরানো প্রেডিকশন আপনারা পাবেন আমার পুরানো লেখায়।বিজেপি যেমন পাওয়ারে ফিরে আসবে ২০১৯ এর সাধারণ নির্বাচনে।এই নিয়ে প্রেডিকশন দিয়ে দিয়েছি, এক্সপ্রেস ষ্টার টেলার এ।

একটি ব্লগে আমাকে দিয়ে অ্যাস্ট্রোলজির লেখা(ইংলিশে) লেখাচ্ছিলো একজন(হিতেশ নাথানি), টাকা দিয়ে।আমি কন্ডিশন দিয়েছিলাম, আমার নাম আর ফোন নম্বর দিতে হবে।নাম না দিলে, টাকা দেয়ার ব্যাপারটা অন্যরকম হবে । আর যে ব্লগে দেবে, তার লিংকটা আমাকে পাঠাতে হবে।১৪-১৫ টা লেখা হয়ে গেলো।লিংক পাঠাচ্ছিল, টাকাও দিলো। কিন্তু লাস্ট ৪ /৫ টা কোথায় পোস্ট করেছে কিছুতেই আর বলছে না ।আমি টাকাটা নিয়ে, ভালো করে বললাম, বারে বারে। সে চুপ চাপ। এদিকে আমি তখন দেখে ফেলেছি চার্টে, যে ডাল মে কুছ কালা হায় ।স্টপ করে দিলাম লেখা।

১৮ /২০ হাজার টাকা বেতন পাওয়া যে খুব "কম পাওয়া" ,তা আমার জানা ছিল না,যদি না একজন বিশেষ বন্ধু, আমায় না বলতেন !!! 😊😊😊সবাই সরকারি চাকরি করে না বা আইটি সেক্টর এ কাজ করে না। ব্যাবসায়ীদের কাছে ১৮ /২০ হাজার টাকা অনেক টাকা । ভগবান শ্রী রামকৃষ্ণদেব সর্বদা চাহিদা কম রাখতে বলেছেন।

আমরা হচ্ছি সেই প্রজাতির জীব, যারা মুখে শ্রীরামকৃষ্ণদেব, অন্তরে চাহিদার বন্যা । 😊আত্মীয়কে গিফট দেয়াটাও চাহিদা।আমি বাক্তিগতভাবে বলতে পারি, এই লেখকের চাহিদার পরিমাপ প্রায় শুন্য। চাহিদার বেড়াজাল থেকে মুক্ত হয়ে, অ্যাস্ট্রোলজির সাধনা করা এক দুর্লভ বিষয় ।

এইজন্যই বলছিলাম, আমার জীবনের সর্বক্ষেত্রেই অ্যাস্ট্রোলজি ।😄

~ইন্দ্রনীল রায় , প্রফেশনাল অ্যাস্ট্রোলজার ।
Indranil Ray MSc (IT), MCA, MA [Astrology from Hyderabad, PST University, NAAC accredited] Gold Medal in MA Astrology Jyotish Bharati [Gold Medal], Jyotish Shastri , International Astrologer.

No comments:

Post a Comment