Astrology Useful Information INDRANIL RAY MSc ( IT ), MCA, MA [ Astrology, Gold Medal] Nostradamus Award winner, Author in Express StarTeller, Modern Astrology, Jyotish Digest, VagyoVarta, American Federation ofAstrologers (AFA JOURNAL) WhatsApp: 91-9433031757
Tuesday, January 30, 2024
তপসা চীয়তে ব্রহ্ম
তপসা চীয়তে ব্রহ্ম
~~~
~ইন্দ্রনীল
"তপসা চীয়তে ব্রহ্ম ততো অন্নম অভিজায়তে।
অন্নাৎ প্রাণো মনঃ সত্যং লোকাঃ কর্মসু চামৃতম্।।" ৮
এই শ্লোকটি মুন্ডক উপনিষদের প্রথম অধ্যায়ের 8 নম্বর শ্লোক।
কম্পিউটার যখন করিয়েছি, এইখানে(এইখানে মান ফেসবুক বলছি) কিছু ছেলে মেয়ে রয়েছে যারা আমার কাছে বিটেক বা ডোএকে ডাটা স্ট্রাকচার পড়েছে ।আমার ফেভরিট সাবজেক্ট ছিলো ডাটা স্ট্রাকচার।পড়াতে পারতামও অনবদ্য।প্রচুর স্টুডেন্ট আসতো।কম্পিউটারে সমস্ত প্রোগ্রাম ,রান করিয়ে দেখাতাম। পড়ার সময়, ডাটা স্ট্রাকচারের টিচার ভালো পেয়েছিলাম, সেইজন্যই ভাল পড়াতাম।
অস্ট্রোলোজির সময়ে একজন বৃদ্ধ ভদ্রলোক বলে দিলেন , সবসময়েই কেঁপি নেবে চার্ট দেখার সময়ে।ভালো গুরুর দেখা মেলে এমনি ভাবেই।ওনার নামো জানি না।এক কনফারেন্স দেখা।আর নোডাউট হায়দারাবাদে ওরকম কলেজ ছিলো বলেই।
আর এখন ,স্বয়ং গুরুদেবই পাঠিয়ে দিলেন স্বামী রামাকে।দুজনেই কিন্তু শারীরিক ভাবে নেই,কিন্তু ইউটুবে আছেন স্বামী রামা।
আর আমি মনে করছি,"তপসা চীয়তে ব্রহ্ম"।
একটি জিনিস স্বউপলব্ধি হলো ধ্যানে,যে শ্রীরামকৃষ্ণদেবকে যে চিন্তা করছি ,দেহের বাইরে বেরিয়ে এসে , সেই আমি কি শ্রীরামকৃষ্ণের বাইরে?
মনে করতে হবেই নিজেকে ,যে সেও ঐ।তবেই ধ্যান।
একটা জিনিস মনে রাখতে হবে হোয়েন স্টুডেন্ট ইস রেডি টিচার উইল কাম।
ডাটা স্ট্রাকচার,অস্ট্রোলোজির পরেও ভাবতাম ,প্রোগ্রাম করতেই সময় চলে যাচ্ছে,আমার তো কিচ্ছু হলো না।টাকাই তো আর সব নয়।রেস্টুরেন্টে খাব, কত?বাইরে বেড়াবো।কত?নিজেকে চিনব না?কত আরাম করবো?কত?নিজেকে জানবো না?
ছাড়তে হবে,ছেড়ে দিতে হবে,একদিন যা কিছু আরম্ভ হয়েছিল।
এই শরীরতো মারা যাবেই যাবে।জাগতিক জ্ঞান বহুর জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান হল একের জ্ঞান।
পার্থিব জ্ঞানকে আধ্যাত্মিক জ্ঞানের সাথে যুক্ত করতে হবে। এই অর্থেই এ জগৎকে উপেক্ষা করা যায় না। জ্ঞান জ্ঞানই, তা পার্থিবই হোক বা আধ্যাত্মিকই হোক।
কিন্তু জাগতিক জ্ঞান মানুষকে শান্তি বা আনন্দ দিতে পারে না। এই জ্ঞান আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এনে দেয় বটে ,কিন্তু তা চিরস্থায়ী নয়। পার্থিব স্বাচ্ছন্দ্য আমাদের সাময়িক তৃপ্তি দিতে পারে কিন্তু অচিরেই সেই তৃপ্তির নাশ হয়। একমাত্র আধ্যাত্মিক জ্ঞানই আমাদের চিরস্থায়ী শান্তি ও আনন্দ দিতে পারে।
আমি জানলাম অমর কিভাবে হতে হয়।
~ইন্দ্রনীল
Subscribe to:
Posts (Atom)