হিরো অফ হিরোস
===========
এইগুলি কেউ যদি মনে করে মোদী করছে বা বিজেপি করছে ,তাহলে সে মস্ত ভুল করবে। এইগুলি আর এস এস করছে। চিন্তা ভাবনাটা সম্পূর্ণ আর এস এসর।
নেতাজীকে দিল্লির ইন্ডিয়া গেটে বসানো ,মহাত্মা গান্ধীকে শুলে চড়ানো ,চীনকে বাইরে "চমকানো" ,ভেতরে "ঠান্ডাই" ইত্যাদির কথা বলছি।
তৃণমূলে তো "শেষের সে সেদিন" শুরু হয়ে গেছে !নেতাজী বলে গেছিলেন রাজনীতিতে আসছে যারা তারা ঠিকঠাক নয়। আত্মতৃপ্তির জন্য রাজনীতি নয়। "আমার আমার" রাজনীতি নয়।
কিন্তু এখন তাই হচ্ছে ও হবে। মহাত্মা ও নেতাজী দুজনেই হিরো। কংগ্রেস সমস্যাটা কোথায় ?তারা বলতে চায় দেশ কংগ্রেসের জন্যই স্বাধীন হয়েছে। এটা যারা জানে প্রকৃত তথ্য তারা জানে লক্ষ লক্ষ হিরো প্লাস অনেক অনেক সুপার হিরো এবং দু চারজন হিরো অফ হিরোস তাদের মধ্যে নেতাজী ,মহাত্মা উভয়ই রয়েছে। আর যারা জানে এই সত্যটি ,তারা রাজনীতিতে কখনো কোনোদিন আসবে না। কারণ বিজেপি করতে হলে মহাত্মাকে বলতে হবে ভন্ড !কংগ্রেস করলে মহাত্মাকে একমাত্র দেশনায়ক বলে মানতে হবে।
সাধারণ মানুষ মনে করে স্বামীজী তো ধর্মপ্রচারক !কিন্তু এটা ভুলে যায় সঠিক ধর্মই ,সঠিক কর্মকে আলিঙ্গন করে। নেতাজী তো দৃঢ়ভাবে স্বামীজীর ভক্ত ছিলেন ,একবার সন্ন্য়সীও হতে চেয়েছিলেন। তখনকার বীপ্লবের ব্যাগে স্বামীজীর কর্মযোগ পাওয়া যেত। এমন কি স্বামীজীও একবার চিন্তা করেছিলেন ১ ০ ০ বন্দুকের কথা !
গভীর ভাবে চিন্তা করার লোক খুব কম।
ব্লগের লেখাটি ২ ০ ১ ১ সালে লেখা। প্রায় ৪ ০ ০ ০ মানুষ এটি পড়েছেন ।
~ইন্দ্রনীল
https://https://indranilray.blogspot.com/2011/01/subhas-chandra-bose-alive-always-in-our.html